মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন


বিমানে অজ্ঞান পররাষ্ট্রমন্ত্রী, সিএমএইচে ভর্তি

বিমানে অজ্ঞান পররাষ্ট্রমন্ত্রী, সিএমএইচে ভর্তি


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে দেশে ফেরার পথে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে নেওয়া হয়। আজ রোববার বিকেল ৩টায় হাসপাতালটিতে ভর্তি করা হয় তাকে।

এ তথ্য নিশ্চিত করেছেন সূত্রে আব্দুল মোমেনের ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন। তিনি বলেন, আমিরাতে বেশি তাপমাত্রা এবং তুরস্কে কম তাপমাত্রা থাকায় অসুস্থ হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্ক থেকে ঢাকায় ফেরার পথে মন্ত্রীর নিয়মিত ঘুম হয়নি উল্লেখ করে মুয়িয সুজন বলেন, এসব কারণে ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সিএমএইচে নিলে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে সুজন আরো জানান, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে এ কে আব্দুল মোমেনকে। তারপর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমিরাতে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটি থেকে দ্বিতীয় অ্যান্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার তুরস্কে যান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin