শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জে চারটি বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
সোমবার(১৪ মার্চ) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ১শত ৪৩ জন জেলের মধ্যে ৬ লাখ ৯৯ হাজার ৪শত টাকা লভ্যাংশ বিতরণ করা হয়৷
এসময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।