স্পোর্টস ডেস্ক: এবারও বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের প্রত্যাশার কথা জানিয়ে ক্যারিবীয় বর্তমান অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘বিশ্বকাপ জয়ে আমি খুবই আশাবাদী। আমি মনে করি, বিশ্বকাপ জিততে যা প্রয়োজন তা আমাদের দলে আছে। আমাদের দলে ম্যাচ উইনার খেলোয়াড়রা আছে এবং নিজেদের দিনে আমরা যে কোনো দেশকে হারাতে পারি।’
এবারের বিশ্বকাপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমাদের প্রয়োজন শুধু পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করা ও নিজেদের কাজগুলো সঠিকভাবে করা। তাহলেই আমরা বিশ্বকাপ ট্রফি জয়ের খুব কাছে চলে যাব।’
ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ ট্রফি উপহার দেন অধিনায়ক ক্লাইভ লয়েড। কিংবদন্তি সেই লয়েডকে আদর্শ মেনেই এগিয়ে যাচ্ছেন হোল্ডার।
জেসন হোল্ডার বলেন, ‘তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে এগিয়ে যেতে হয় সেই বিষয়ে তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন। তিনি আমাকে সবসময় বলেন যে, টেস্ট ক্রিকেট খেলা বুঝতেই তার তিন বছর সময় লেগে গিয়েছিল। টেস্ট ক্রিকেট খেলা শুরুর পরে আমিও বুঝেছি আসলে এটা কেমন।’
বিশ্বকাপের প্রথম দুই আসরে টানা জয় পায় ক্যারিবীয়রা। ১৯৭৫ এবং ৭৯ সালে বিশ্বকাপ জেতা উইন্ডিজ, তৃতীয় আসরে ফাইনাল খেলে। এরপর সবশেষ আটটি বিশ্বকাপে ট্রফি জয় তো দূরে থাক, ফাইনালেও যেতে পারেনি ক্যারিবীয় দলটি।
আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১২তম আসরে ট্রফি জয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: আইসিসি