সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন


বিশ্বকাপ দলে নেই তামিম, যা বললেন নির্বাচক

বিশ্বকাপ দলে নেই তামিম, যা বললেন নির্বাচক


শেয়ার বোতাম এখানে

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। তার মতো একজন বিশ্বমানের ওপেনারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

একটা সময়ে সাকিব-তামিম দুজনে ছিলেন ঘনিষ্ঠ বুন্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সেই বন্ধত্বে ফাটল ধরেছে। একজন আরেকজনের ছায়াও নাকি দেখতে পান না।

সে কারণেই সম্প্রতি গুঞ্জন রটে তামিমকে দলে নেয়া হলে অধিনায়কত্ব করাতো দূরে থাক, বিশ্বকাপ খেলতেও যাবেন না সাকিব আল হাসান।

তাই তামিমকে বাদ রেখেই মঙ্গলবার রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিন দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া জাতীয় দলের তিন নির্বাচক মিনহাজুল আবেদনী নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাককে একাধিক প্রশ্নের সম্মুক্ষিণ হতে হয়। সবগুলো প্রশ্নই ছিল কেন তামিমকে দলে রাখা হলো না।

বারবার একই প্রশ্ন আসলে একই উত্তর বারবার দিয়ে গেছেন প্রধান নির্বাচক নান্নু। তিনি বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউজিল‌্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম‌্যাচ খেলার পর একটা কমপ্লেইন এসেছে। সব মিলিয়ে সবকিছু বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin