বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন


বিশ্বনাথের ইউএনও নুসরাত জাহানকে বিদায় সংবর্ধনা

বিশ্বনাথের ইউএনও নুসরাত জাহানকে বিদায় সংবর্ধনা


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান’কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান।

সবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও নুসরাত জাহান। এসময় আরও বক্তব্য রাখেন, থানার ওসি জাহিদুল ইসলাম, চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin