সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে নতুন নির্মিত শহিদ মিনাররের।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় ভাষা শহিদদের স্মরণে দশপাইকা গ্রামের প্রবাসী ছোরাব আলী, গীতিকার আছাব আলী ও সিতাব আলীর অর্থায়নে নির্মিত শহিদ মিনারের শুভ উদ্বোধন করা হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মুুক্তার খানের সভাপতিত্বে ও নার্সিংহোম একাডেমির ডিরেক্টর শফিক আহমদ-পিয়ার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদ মিনারের দাতা হাজী মশাহিদ আলী মসদ।
বিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম রাফির কোরআন তেলাওয়াত এবং তাসফিয়া তাবাসসুম পড়শী ও তার দলের জাতীয় সঙ্গিতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল মনাফ, মো. ইছমাইল খান, দশপাইকা আলিম মাদরাসা গভর্ণিং বডির সভাপতি শেখ শওকত আলী ইমন, হেলাল আহমদ হাসান, আহমদ উদ্দিন সাজন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আকবর আলী মেম্বার, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন, সদস্য মো. বিলাল খান, শাহানারা বেগম, সালমা বেগম, জোছনা বেগম, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, সহকারী শিক্ষক আসমা খাতুন, হোসনা বেগম, ফাতেমা আক্তার, ব্যবসায়ী বশির আহমদ, শব্বির আহমদ, রুহেল আহমদ, রাসেল, রাওয়ান, সৌরভ, আবু, আদনান, নাছিম, ছোটন প্রমুখ। বিজ্ঞপ্তি