বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দায়েরের প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছেন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। রোববার (২৮জুন) দুপুরে দৌলতপুর ইউনয়িন পরিষদে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দাবী করা হয়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলীসহ সদস্য-সদস্যাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট বারবার মিথ্যা অভিযোগ দিয়ে আসছে একটি কুচক্রি মহল। আর মিথ্যা অভিযোগের ওই কপি ও মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে পত্রিকায় সংবাদও প্রচার করানো হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সমাজে হেয়প্রতিপন্ন করাসহ ইউনিয়নবাসীর মানসম্মাণও ক্ষুন করা হচ্ছে।
তারা অভিযোগ ও সংবাদ প্রচারকে মিথ্যা ও অপপ্রচার দাবি করে তারা আরও বলেন, উদ্যোক্তা নিয়োগে চেয়ারম্যানের কোন এখতিয়ার নেই, এবং সরকারি বেতনেরও কিছু নেই। সাবেক চেয়ারম্যান আব্বাস আলীর সময়ে শাহীন আহমদ উদ্যোক্তার দায়িত্বপালন করেছেন। গত নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর শাহীন আহমদ চেয়ারম্যান-মেম্বরদের উপস্থিতিতে এক বৈঠকে লিখিত দিয়ে উদ্যোক্তার পদ থেকে অব্যাহতিও নিয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, পরিষদের সচিব সুকান্ত দেবনাথ, ইউপি সদস্য আবদুল মজিদ, ওয়াহাব আলী, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, আমির আলী, শাহীন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন, সদস্যা শাহানার বেগম, রেসনা বেগম ও সমতা বেগম।
প্রসঙ্গত, গত ২৪জুন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দেন একই ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত আবারক আলীর ছেলে আব্দুল খালিক।
অভিযোগে উল্লেখ করা হয়, অবৈধভাবে ইউনিয়ন তথ্যসেবা প্রদানকারী কর্মকর্তা শাহীন আহমদকে নিয়োগ করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। আর ইউপি সদস্য শাহীন আহমদ নিজের সদস্য হিসেবে সম্মানীসহ তথ্যসেবা প্রদানকারী কর্মকর্তা হিসেবেও সম্মানী গ্রহণ করছেন। রোববার এমন অভিযোগকে মিথ্যা দাবি করে প্রতিবাদ সভা করেন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা।