মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দৌলতপুর ইউনিয়ন পরিষদের বরাদ্ধে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গার্লস ফ্যাসিলিটি কক্ষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গার্লস ফ্যাসিলিটি কক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী।
ইউপি সদস্য নূর উদ্দিনের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগে’র ত্রাণ-সম্পাদক হাজী আব্দুল মতিন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ইউপি সদস্য ওয়াহাব আলী, ইরন মিয়া, শাহানারা বেগম, উপজেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম, আলী হোসেন জুনেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।