বিশ্বনাথ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইউকে) এর পক্ষ থেকে ইউনিয়নের গরীব অসহায় ২৮০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার অলংকারি গ্রামের আব্দুল কাইয়ূমের বাড়ির উঠানে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে চাল ৮কেজি, আলু ৫কেজি, পেঁয়াজ ৩কেজি, সয়াবিন তেল ১লিটার, লাচ্ছি ১ পেকেট ও চিনি, ময়দা, লবন ১ কেজি করে মোট ২১ কেজির একটি করে পেকেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশ্বনাথ উপজেলার সকল উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। বিশ্বনাথের প্রবাসীরা উপজেলার প্রতিটি কাজে আমার সাথে যোগাযোগ করেন। তারা আমাদের উপজেলার জন্য খুবই আন্তরিক। তিনি বলেন, সরকার থেকেও গরীব আসহায়দের জন্য খাদ্য সহয়তাসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। সরকারি ও প্রবাসীদের সহায়তা যেন প্রকৃত অসহায়রাই পান এজন্য আমাদের সবাইকে নজর রাখতে হবে। এছাড়া প্রবাসীদের পাশাপাশি সমাজের সামর্থ্যবান নাগরিকেরাও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এই প্রত্যাশা করেন তিনি।
পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবলীগ নেতা সিতার মিয়া, সংগঠক নাজমুল ইসলাম মকবুল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক শাহিন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট (ইউকে’র) ট্রাস্টি প্রবাসী দিলাল মিয়া, পৌর আওয়ামী লীগ ১ নং ওয়ার্ডের সভাপতি মোস্তাক আহমদ, সংগঠক আমির উদ্দিন, দিলওয়ার হোসেন, তৌফিকুল ইসলাম শাহেদ, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, রুকন মিয়াজী, মন্তাজ আলী, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মাহবুব ইসলাম প্রমূখ।