বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
সভার শুরুতেই ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান গত জুলাই মাসের মামলার পরিসংখ্যানসহ আইন শৃঙ্খলাবাহীনীর কার্যক্রম তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সমরেন্দ্র বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, ভাইস কমান্ডার রণজিৎ ধর রণ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সহিদ প্রমূখ।
সভাশেষে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে করোনা স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।