মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন


বিশ্বনাথে আবরার ইলিয়াসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

বিশ্বনাথে আবরার ইলিয়াসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
ভারতীয় পাহাড়ি ঢল ও টানাবর্ষণে বন্যাকবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে ৩০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১বান করে ঢেউটিন বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জ্যৈষ্ঠপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

শুক্রবার বিকেলে নিজ বাড়ীতে আনুষ্ঠানিকভাবে এ ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াসপত্মী লুনা বলেন, বৃহত্তর সিলেটে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে উঠেছে। আর বর্তমান সরকার পদ্মাসেতুর উৎসব করে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার বরাদ্ধ করে মাত্র ৬০ লক্ষ টাকা। যা জনপ্রতি পড়ে ৬ টাকা। আর পদ্মাসেতু উদ্বোধনে খরচ করে ২০০ কোটি টাকা। কি তামাশায় দেশ চালাচ্ছে বিনা ভোটের সরকার।

তিনি বলেন, আজ মানুষ ভোটের অধিকার হারিয়েছে, বাচাঁর অধিকারও নেই। একটি লুটতরাজের দেশে পরিনত করছে সরকার। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগন থেকে বিচ্ছিন্ন। এই বন্যায়ও নামমাত্র ত্রাণ বিতরণ করে প্রচারণা করছে। আর বিএনপি নিরবে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তিনি বলেন, বিএনপি জনগনের দল, ক্ষমতায় না থাকলেও আজীবন জনগনের কল্যাণে কাজ করে যাবে।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদ’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin