মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ নতুন বাজারস্থ আরামবাগ এলাকায় সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মনু মিয়া স্মৃতি সংসদের সভাপতি সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু তপন দাশের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য হাজি শের আলী, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সদস্য নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুন্দর আলী রুহুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রনেতা আলা উদ্দিন।
এরআগে সকাল ১০টায় সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
সভায় সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম আলহাজ্ব মনু মিয়া স্মৃতি সংসদকে এগিয়ে নিতে আমাদের সকলকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনু মিয়ার প্রতি সম্মান রেখে এবং মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের প্রতি সম্মান রেখে পরিচালিত হবে স্মৃতি সংসদের সকল কর্মশালা।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সংগঠক আজিজুর রহমান বাবুল, পিযুষ দেব, সুনীল বৈদ্য, ফারুক মিয়া, রাসেল আহমদ, এখলাছ আহমদ, মো. নাসির আহমদ, সুভাষ চন্দ্র দেব, শফিকুল ইসলাম, ছব্বর আরী, আমিরুল ইসলাম, সেলিম মিয়া, কামরান আহমদ, আলা উদ্দিন, মো. রিপন আহমদ প্রমুখসহ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি