বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে এবার পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা সাইবার আইনে মামলার বাদীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেছেন পৌরসভার জানাইয়া গ্রামের আব্দুল বারির ছেলে খায়রুল ইসলাম (৫২)। মামলা নং-১৯০/২০২৩ইং। আর এই মামলায় তিনজন স্বাক্ষীর মধ্যে প্রধান স্বাক্ষী রাখা হয়েছে মেয়র মুহিবুর রহমান’কে।
মামলায় ২নং আসামি করা হয়েছে মেয়রের বিরুদ্ধে দায়ের করা সাইবার আইনে মামলার বাদি নুরুল হক (৫৫) কে। আর এই মামলার প্রধান আসামি হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া।
মামলার বাদী খায়রুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, আসামিরা ফেসবুক মাধ্যমে মেয়রের বিরুদ্ধে মানহানিকর কমেন্ট করেছেন। ফলে যে কোন মূহুর্তে এলাকায় দাঙ্গা হাঙ্গামা’সহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এর পূর্বে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান একক আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন নুরুল হক। গত ৩০ আগস্ট সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তিনি এই মামলাটি দায়ের করেন। সাইবার পিটিশন মামলা নং-১৬০/২০২৩ ইংরেজী। মামলায় আরও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। ওই মামলায় আরও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।
তার বিরুদ্ধে মামলার বিষয়ে নুরুল হক বলেন, আমিত কোন অপরাধ করিনি। কিন্তু কেন আমার বিরুদ্ধে এই মামলা হয়েছে তিনি কিছুই জানেন না।
জানতে চাইলে মামলার বাদী খায়রুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।