বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে গণহত্যা দিবসে আলোচনা সভা এবং মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভে দিবসটি পালন করে বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, জাতীয় কবিতা পরিষদ বিশ^নাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার শিক্ষক শামীম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, সংস্কৃতিকর্মী সৌমিত্র ধর, রাজা মিয়া।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন পাঠ করে ৫ বছরের শিশু সানজিদা সিতাব সাফা।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ থিয়েটারের সদস্য শফিক রুহিন, সংগঠক দিলোয়ার হোসেন মামুন প্রমূখ।