প্রতিদিন ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বহুল আলোচিত চাউলধনী হাওর ইস্যুতে কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল মিয়া হত্যাসহ পৃথক দু’টি মামলার ২৮ জন আসামী জামিন পেয়েছেন। তারমধ্যে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর (১৭) হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাইফুল আলমসহ ২০ জন বিভিন্ন মেয়াদে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তারা গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে এই আগাম জামিন পান।
প্রধান আসামি সাইফুল আলম চৈতননগর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। জামিন প্রাপ্ত ৫২০জনের মধ্যে সাইফুল আলমসহ ৫ জনের ৪ সপ্তাহের ও বাকি ১৫ জন ৬ সপ্তাহের জামিন পান। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান।
উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন প্রাপ্তরা হলেন, সাইফুল আলম, নজরুল আলম, ছদর আলম, সিরাজ উদ্দিন ও আছকির মিয়া। তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে নিম্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়। আর ৬ সপ্তাহের জামিন প্রাপ্তরা হলেন, আব্দুর রকিব, আঙ্গুর আলী, কাওছার রশিদ, ফরিদ মিয়া, দিলাফর আলী, লুৎফুর রহমান, ময়ুর মিয়া, দিলওয়ার হোসেন, আকবর মিয়া, আজাদ মিয়া, মুক্তার আলী, ওয়াহিদ, জামাল উদ্দিন, শাহীন ও মামুনুর রশিদ। তাদেরকেও নি¤œ আদালতে আত্মসমর্পনের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, চাউলধনী হাওরে কৃষক ছরকুম আলী দয়াল হত্যা মামলার ৮ আসামী জামিন পেয়েছেন। রোববার আসামীরা হাজির হয়ে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানী শেষে সিলেটের জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী ৩নং আদালতের বিচারক হারুনুর রশীদ ৫০০ টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি।
জামিনপ্রাপ্তরা হলেন, উপজেলার চৈতননগর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সিরাজ উদ্দিন, তাহিদ আলীর ছেলে দিলওয়ার হোসেন, দশঘর নোয়াগাও গ্রামের শফিক আলীর ছেলে শাহিন, আবুল লেইছের ছেলে আব্দুল হামিদ হামদু, পূর্ব শেখেরগাওয়ের আব্দুল মছব্বিরের ছেলে আবুল বশর, ছিক্কা নোয়াগাও গ্রামের সোনাহর আলীর ছেলে দিলু মিয়া, দশঘর কামারগাও গ্রামের আব্দুল মনাফের ছেলে জুনাব আলী, দশপাইকা গ্রামের ইরফান আলীর ছেলে কবির আহমদ।
উল্লেখ্য, গত ১ মে উপজেলার ‘চৈতননগর-ইসলামপুর-টুকেরবাজার সড়কে’ মাটি কাটা নিয়ে নজির উদ্দিন পক্ষ ও সাইফুল আলম পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর (১৭) নিহত হন। ৩ মে বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ ও আরও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলা করেন নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল (মামলা নং-৪)।
অপরদিকে, গত ২৮ জানুয়ারি চাউলধনী হাওরে দুপক্ষের সংঘর্ষের সময় মৃত্যু হয় কৃষক ছরকুম আলী দয়ালের (৬৫)। এ ঘটনায় ৩০জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।