বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন


বিশ্বনাথে দুইপক্ষের মারামারিতে সিএনজি চালক নিহত : নারীসহ আহত অনেকে

বিশ্বনাথে দুইপক্ষের মারামারিতে সিএনজি চালক নিহত : নারীসহ আহত অনেকে


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি: জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংর্ঘষে সিএনজি চালক ছাইফুল ইসলাম (২৮) নামের একব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের আবদুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৬জন। আহতরা হলেন, নিহত ছাইফুল ইসলামের ভাই বদরুল ইসলাম (৩২) ও ফখরুল ইসলাম (৩৫)। মৃত আব্দুল গফুরের পুত্র নূরুল ইসলাম (৪৮) ও নূরুল আমিন (৪৫), কমরুন নেছা, সাইফুল ইসলাম ।

জানাগেছে, চড়চন্ডি গ্রামের আবদুল আজিজ মুন্সি ও নুরুল আমিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত ১০টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তাৎক্ষণিক গুরুত্বর আহত সাইফুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin