বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন


বিশ্বনাথে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নিব :আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্বনাথে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নিব :আনোয়ারুজ্জামান চৌধুরী


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমদের নৌকা প্রতীকের সমর্থনে ৬নং ওয়ার্ডের হাবড়া বাজারে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে পৌরশহরের ৬নং ওয়ার্ডের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতিক, শেখ হাসিনার প্রতীক, তাই এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন, ফারুক আহমদ একজন সৎ ও আদর্শিক মানুষ। তাকে নির্বাচিত করলে কেউ ঠকবেন না।

এসময় তিনি বলেন বিশ্বনাথ পৌরসভায় নৌকার প্রার্থী ফারুক আহমদ বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না। উন্নয়নের দায়িত্ব আমি নিব।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা  এসএম নুনু মিয়া।

সভায় পৌরবাসীর কাছে ভোট ও সকলের দোয়া- সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ফারুক আহমদ।

দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আমির আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের  সাধারণ সম্পাদক রাসেল আহমদের  পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ,  পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল,  রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মাদ আলমগীর, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সাবেক মেম্বার আলী আকবর মিলন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কবির আহমদ, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, তুরন মিয়া, রুহুল আমিন।
এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin