বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে উপজেলার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আলহাজ্ব পংকি খানের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ও খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বাদ যোহর বিশ্বনাথ পুরানবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এ খতমে কোরআন ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পুরানবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজি উলফত মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য রফিক হাসান (মেম্বার), উপজেলা বিএনপি নেতা জুনেদ আহমদ, পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা ফজলূ মিয়া, আবুল হোসেন, সংগঠক মাসুক মিয়া, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি লোকমান মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম, সাহেদ আহমদ, সাইদুর রহমান, মইন উদ্দিন, আতিক আহমদ, জুবায়ের আহমদ, রেজওয়ান হোসেন, সামির আলী, সুহেল, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজির মিয়া, রামপাশা ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাতিনসহ ক্রীড়াঙ্গণের ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।