বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৮ অপরাহ্ন


বিশ্বনাথে পরিকল্পনা মন্ত্রী আসছেন কাল : উপজেলায় সাজ সাজ রব

বিশ্বনাথে পরিকল্পনা মন্ত্রী আসছেন কাল : উপজেলায় সাজ সাজ রব


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি আসছেন আগামীকাল রোববার। পরিকল্পনামন্ত্রীর আগমন ঘিরে বিশ্বনাথে শুরু হয়েছে সাজ সাজ রব। চারদিকে যেন উৎসবের ছোয়া। বিশেষ করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো ভীষন ব্যস্ত। জনসভাকে জনসমুদ্রে পরিনত করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

নেতাকর্মিরা নিজ নিজ এলাকায় তৎপর। এরইমধ্যে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে দলীয় নেতাকর্মিদের সাথে, স্থানীয় সাংবাদিকদের সাথে বৈঠকও করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরে স্বাগত মিছিলও করেছেন তারা।

এদিকে নেতাকর্মিরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার, বিলবোর্ড লাগানো হয়েছে রাস্তায় রাস্তায়। রং বেরংয়ের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে পুরো উপজেলা পরিষদকে। জনসভার মঞ্চকেও সাজানো হয়েছে। সব মিলিয়ে মন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীরা উজ্জিবিত। চলছে পৌর থেকে গ্রাম পর্যন্ত ব্যাপক প্রচারনা। নেতাকর্মীরা আশা করছেন এবার মন্ত্রী উন্নয়ন নিয়ে একগুচ্ছ শুভ বার্তা নিয়ে আসছেন।

জানা গেছে, পরিকল্পনামন্ত্রী বিশ্বনাথে আগামীকাল রোববার বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠে জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রী। উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় বিশটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া শুভ প্রতিদিনকে বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিশ্বনাথ উপজেলায় বিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে বিশ্বনাথে আসছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। পাশাপাশি মন্ত্রীর কাছে উপজেলায় গ্যাস সংযোগ, প্রতিটি সড়ক সংস্কারসহ উপজেলার সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হবে।

তিনি পরিকল্পপনা মন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin