বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুতের অভিযোগ প্রতিকার ব্যবস্থার বিষয়ে সেবা গ্রহীতা ও অংশীজনদের অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ^নাথ জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডিজিএম প্রকৌশলী এস.এম হাসনাত হাসান, বিশেষ অতিথির বক্তব্য দেন, বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মো. ছাইফুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র এজিএম মো. মুনতাসির হোসেন, বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মো. নাজমুল হাসান, ইউপি সদস্য আমির উদ্দিন, মতিন মিয়া, মঈন উদ্দিন ও মিছির আলী প্রমুখ।