বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন


বিশ্বনাথে প্রতিবন্ধিদের সবধরনের সেবা দিতে ম্যানকাইন্ড কেয়ার হোমের উদ্বোধন

বিশ্বনাথে প্রতিবন্ধিদের সবধরনের সেবা দিতে ম্যানকাইন্ড কেয়ার হোমের উদ্বোধন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধিদের জন্য চিকিৎসাসহ ফ্রিতে সেবা দিতে সেবামূলক প্রতিষ্ঠান ম্যানকাইন্ড কেয়ার হোমের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামে এ কেয়ার হোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মুহিবুর রহমান। ম্যানকাইন্ড ইন্টারন্যাশনাল আয়োজিত দিনব্যাপী উপজেলার আমতৈল গ্রামের প্রায় ৫শতাধিক প্রতিবন্ধিদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল ফান ডে, গ্র্যান্ড ওপেনিং, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজের একজন। তারাও আমাদের মত মানুষ। আর মানুষ মানুষের জন্য। তাই প্রতিবন্ধিদের অসহায় না ভেবে তাদের সাহায্যে সকলের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, প্রতিবন্ধিদের জন্য মানবতার ফেরিওয়ালা খলিলুর রহমানের ম্যানকাইন্ড কেয়ার হোম একটি যুগান্তকারী প্রদক্ষেপ।

শুরুতেই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ম্যানকাইন্ড কেয়ার হোমের চেয়ারম্যান ও ফাউন্ডার খলিলুর রহমান। বক্তব্যে তিনি বলেন, উপজেলার আমতৈলে ৪৯৫ জন, সত্তিশে ১৫০ জন ও সৎপুর গ্রামে ১০০ জন প্রতিবন্ধি রয়েছেন। তাদের প্রাথমিক জীবন যাপন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসহ তাদেরকে সবধরনের সেবা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। প্রথমে আমাদের কেয়ার সেন্টারে এনে ৩সপ্তাহ তাদের রেখে প্রাথমিক জীবন যাপননের সব কাজ শেখানো হবে। পরে তাদের বাড়িতে বাকি সেবা দেয়া হবে। পাশাপাশি তাদের চিকিৎসা সেবাও দেয়া হবে। এছাড়া অনেকের জন্যই নিরাপদ বাসস্থানের জন্য ঘর নির্মাণ, তাদের জন্য ব্যবহারের সরঞ্জামও দেয়া হচ্ছে।

স্থানীয় শিক্ষানুরাগী ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরমি কবি হাসন রাজার পৌপুত্র দেওয়ান সাখাতুল সামারিন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রতিবন্ধিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগীত পরিবেশন করেন, কন্ঠশিল্পি বাউল শাহ সিদ্দিকুর রহমান, পিয়াস, লাকি, হৃদয় প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ম্যানকাইন্ড কেয়ার হে মের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠক রেজাউল করিম রাজু।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin