সিলেটের বিশ্বনাথে সদ্য প্রয়াত যুক্তরাজ্য প্রবাসী হাজী সুন্দর আলীর ইসালে সওয়াব উপলক্ষে এলাকার শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব দশপাইকা গ্রামের মোল্লা বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রয়াত সুন্দর আলীর ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মো. তজম্মূল আলী।
এসময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ২ কেজি আলু করে মোট একশত পরিবারকে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, প্রয়াত সুন্দর আলীর চাচাতো ভাই মো. আপ্তাব আলী, ইন্তাজ আলী, ভাতিজা মো. চান মিয়া, মো. কামাল আহমদ, তাজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, প্রবাসী হাজী সুন্দর আলী গত ২০ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, কাদিপুর হাফিজিয়া মাদ্রাসা, দশপাইকা আলিম মাদ্রাসা ও দশপাইকা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিাকালীন থেকে পৃষ্ঠপোষক হিসেবে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি