বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাবার বিতরন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বুধবার দিনব্যাপী উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর শফিক চৌধুরী’র বাড়ি আশ্রয়নকেন্দ্র, আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়নকেন্দ্র, টুনু মিয়া বাড়ি আশ্রয়নকেন্দ্র, শাহ-চান্দ শাহকালু মাদ্রাসা, চান্দভড়াং মাদ্রাসা, টুনু মিয়া বাড়ি আশ্রয়নকেন্দ্র, সাজিবাড়ি মাদ্রাসা, আব্দুল খালিক বাড়ি আশ্রয় কেন্দ্র, চান্দভড়াং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ ইউনিয়নের সবকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে শফিক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫০০ পরিবারের মাঝে খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, নগদ টাকা বিতরণ করেন।
এদিকে বুধবার দূপুরে মহানগর যুবলীগের সাবেক সদস্য জহুরুল ইসলাম চৌধুরী মাছুমের পরিবারের পক্ষ থেকে মান্দারুকা, শাহবাজপুর ও ধরারাই এর ৪ টি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন শফিক চৌধুরী।
এছাড়া গত শনিবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন এক হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছেন ২৪ ঘন্টার রাজনীতিবীদের উপাধি পাওয়া এই নেতা। আগামীকাল থেকে প্রতিদিন ২হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হবে বলে জানান শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির।
বুধবার দিনব্যাপী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সামছুদ্দিন আহমেদ সমছু , সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, মহানগর যুবলীগের সাবেক সদস্য জহুরুল ইসলাম চৌধুরী মাছুম, শফিক চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির, স্থানীয় ইউপি মেম্বার ও সেচ্ছাসেবকলীগ নেতা মুহিত চৌধুরী, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।