শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন


বিশ্বনাথে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন এসএম নুনু মিয়া

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন এসএম নুনু মিয়া


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

সোমবার (৪ জুলাই) বেলা ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সফিক মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মহব্বত আলী জাহান প্রমূখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin