শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন


বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ বিতরণ


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধি ৩০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের তিন শতাধিক প্রতিবন্ধি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এসএম নুনু মিয়া বলেন, প্রতিবন্ধিদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার পর আমতৈল গ্রাম আলোকিত হচ্ছে। পুরো রামপাশা ইউনিয়ন ইন্নয়নে বদলে যাবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মিরা ঘরে বসে ক্ষমতায় আসতে চায়। যে জণগন ক্ষমতায় বসায় সেই জণগন থেকে এখন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষমতায় আসতে হলে আগে জণগনের আস্থা অর্জন করেন।

রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব নারায়ন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন মাস্টার, ইউপি মেম্বার জামাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ।

এসময় প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি মেম্বার ইছাক আলী, আবুল খায়ের, সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছারুন বেগম, মিনা বেগম, আওয়ামী লীগ নেতা রফিজ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin