বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার। মঙ্গলবার দূপুরে পৌরশহরের হযরত শাহ মাজদাদ (র:) ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা আটপাড়ায় ওই এলাকার শতাধিক পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মিনু ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার।
হযরত শাহ মাজদাদ (র:) ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা আটপাড়া’র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফিজ নূর মিয়াসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যা শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় বন্যার্তদের উদ্ধার, তাদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চাল-ডাল বিতরণসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার।