সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন


বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে যুক্তরাজ্য ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে যুক্তরাজ্য ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার। মঙ্গলবার দূপুরে পৌরশহরের হযরত শাহ মাজদাদ (র:) ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা আটপাড়ায় ওই এলাকার শতাধিক পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মিনু ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার।

হযরত শাহ মাজদাদ (র:) ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা আটপাড়া’র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফিজ নূর মিয়াসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যা শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় বন্যার্তদের উদ্ধার, তাদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চাল-ডাল বিতরণসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin