বিশ্বনাথে প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের জানাইয়া গ্রামে ও রামপাশা ইউনিয়নের পাঠানচক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সোয়াবিন, পেয়াঁজ, আলু, লাচ্ছি ইত্যাদি।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ।