বিশ্বনাথ প্রতিনিধি
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথে সবজি-ফল, মুদি-দোকান ও মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড-গ্লাপস বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭মার্চ) বিকেলে উপজেলার নতুন বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ হ্যান্ড-গ্লাপস বিতরণ করেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি ও বিশ্বনাথ থিয়েটারের সদস্যরা। এসময় থানা পুলিশের পাশাপাশি তারাও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে দূরত্ব ছক এঁকে দেন।
এসময় বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার এমদাদ হোসেন নাঈম, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল ও যুগ্ম সম্পাদক মুহিন আহমদ উপস্থিত ছিলেন।