বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন


বিশ্বনাথে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির

বিশ্বনাথে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি মোকাব্বির


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে দুই কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। সোমবার দুপুর ও বিকালে র্পথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ দুই রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন কনের তিনি।

রাস্তা দুটি হলো- উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার হইতে কচরাকেলী রাস্তা ৭১ লক্ষ টাকা ব্যয়ে ১.৮ কিলোমিটার রাস্তা পূন:সংস্কার ও খাজাঞ্জি ইউনিয়নের ভোলাগঞ্জ পয়েন্ট হইতে হামদরচক গ্রামের পশ্চিমের রাস্তা পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পাকাকরণ।

দুপুরে বল্লপুর যুব উন্নয়ন সংস্থা আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান। সংস্থার সভাপতি হাফিজ আবদাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠক জাবু শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, প্যানেল চেয়ারম্যান পাভেল সামাদ, ভল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে।

এরপর বিকেলে খাজাঞ্চি ইউনিয়নে ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান। স্থানীয় মুরব্বী আলহাজ্ব তহসিল মিয়ার সভাপতিত্বে ও সংগঠক হাফিজ মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলেনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সুমন, উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মোস্তাক আহমদ মোস্তাফা। স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আবুল কালাম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin