বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন


বিশ্বনাথে হঠাৎ উজ্জীবিত ছাত্রলীগ : আনন্দ মিছিলে নেতা-কর্মিদের ঢল

বিশ্বনাথে হঠাৎ উজ্জীবিত ছাত্রলীগ : আনন্দ মিছিলে নেতা-কর্মিদের ঢল


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে উজ্জীবিত হয়ে উঠেছে বিশ্বনাথের ছাত্রলীগের নেতাকর্মিরা। দুইদিন ধরে রাজপথে জানান দিচ্ছে তাদের শক্তি। পৌর শহরে মূহুর্তেই জয়বাংলা স্লোগানে মুখরিত করে তুলছে তারা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার পৌর শহরে হাজারো নেতাকার্মীদের অংশগ্রহণে বিশাল অন্ন্দ মিছিল করেছে তারা। উপজেলা কমিটিকে বিলুপ্ত করায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের ব্যানারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ জানিয়ে তারা এ মিছিল বের করে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও জাকির হোসেন মামুনের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্র লীগ নেতা সাদিকুর রহমান, আবিদুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাছুম আহমদ।
এসময় বক্তারা জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং কর্মট, রাজপথে সক্রিয় কর্মিদের নিয়ে বিশ্বনাথে উপজেলা, পৌর ও সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অতি দ্রুত দেওয়ার জন্য।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর ছাত্রলীগ নেতা রুকন ও জাকিরের নেতৃত্বে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে। এরপর জেলা কমিটি সভাপতি সাধারণ সম্পাদকে ফেসবুকে কটুক্তি করেন সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। এতে ক্ষেপে গিয়ে একপক্ষ ছাত্রলীগের অফিসে হামলা করে পাপ্পুকে মারধর করে। পরবর্তিতে সন্ধ্যায় পাপ্পুর নেতৃত্বে মিছিল বের করতে চাইলে রুকন ও জাকিরের নেতৃত্বে তাদের বাধাঁ দেয়া হয়। পুরো পৌর শহর অশান্ত হয়ে উঠে। থানা পুলিশের হস্তক্ষেপে রাত ১০ টায় পরিস্থিতি শান্ত হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin