মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২২ অপরাহ্ন


বিশ্বনাথে ১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বিশ্বনাথে ১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে বাউসী গ্রামের দক্ষিণের মাঠে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সকল অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। বর্তমানে মাদক আমাদের সমাজকে ঘিরে রেখেছে। তাই মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে উপজেলার প্রতিটি এলাকায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, প্রবাসীরা সবসময় খেলাধুলাসহ প্রত্যেকটি উন্নয়নমুলক কাজে পৃষ্টপোষকতা করে থাকেন। প্রবাসীরা সব সময় আমাদের দিয়েই যাচ্ছেন, কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছেন না। তাই প্রবাসীদের তাদের যোগ্য সম্মান দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল করিম মঞ্জুর’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, প্রবাসী লিলু মিয়া, আব্দুস সালাম, স্থানীয় মেম্বার তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, মুহিত চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল আহাদ, আজিজুল হক, ক্রীড়ানুরাগী মখন মিয়া, আশরাফ মিয়া, কামরুল ইসলাম, রেদওয়ান করিম মাছুম, সেলিম মিয়া, আলী আকবর জাহেদ, রিপন মিয়া, হেলাল মিয়া, খসরু মিয়া, সিরাজ আলী, নান্নু মালাকার, রানু মালাকার, সুফি মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব বাংলাবাজারকে ট্রাইব্রেকারে হারিয়ে উদিয়মান স্পোটিং ক্লাব মিরেরচর জয়লাভ করে। খেলার ধারা বর্ণনা দেন ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও একেএম তুহেম।

উল্লেখ্য, বাউসী গ্রামের সকল প্রবাসীদের অর্থায়নে ও গ্রামবাসী আয়োজনে ১ম বারের মতো সিলেটের বিভিন্ন উপজেলার জনপ্রিয় ৮টি ক্লাব নিয়ে এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্টে ১ম পুরষ্কার একটি নতুন মটরসাইকেলও ২য় পুরষ্কার একটি ফ্রিজ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin