মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন


বিশ্বনাথে ১ হাজার রোগীকে ফ্রি চোখের চিকিৎসা দিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট

বিশ্বনাথে ১ হাজার রোগীকে ফ্রি চোখের চিকিৎসা দিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এক হাজার চোখের রোগীকে ফ্রি চোখের চিকিৎসা দিয়েছে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। পাশাপাশী চোখে ছানীপড়া ১০০ রোগীকে ফ্রি অপারেশন করানো হয়। এছাড়া অভিজ্ঞ ডাক্তাররা চোখের রোগ নির্ণয় করে রোগীদেরকে ফ্রি ঔষধ ও সানগ্লাস দেন। এ চক্ষুশিবিরে বার্ড হাসপাতাল তাজপুরের কয়েকজন ডাক্তারসহ ১৫জনের একটি টিম সহযোগিতা করে।

বুধবার দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায় ট্রাস্টের উদ্যোগে ৪র্থ ফ্রি চক্ষুশিবিরে ৫ শতাধিক রোগীকে এ সেবা দেয়া হয়। এরআগে সোমবার সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৩য় চক্ষুশিবিরে আরও ৫ শতাধিক রোগীকে চোখের চিকিৎসা দেয়া হয়।

বুধবার ৪র্থ ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্টের ইউকে শাখার জেনারেল সেক্রেটারি হাসিন উজ্জামান নুরু। পরে ফ্রি চক্ষুশিবির পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলওয়ার হোসেন।

দৌলতপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার সহ-সম্পাদক শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের ইউকে শাখার কোষাধ্যক্ষ জাহির আলী। আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রবাসী উমর আলী, ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব ওয়াছে, সাংগঠনিক মিজানুর রহমান, স্থানীয় সংগঠক আবু তাহের।

এদিকে, মঙ্গলবার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৫ম বারের মতো ৩লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin