বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু ও যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলী (নুরুল ইসলাম) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০০ জনের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার আমতৈল মাঝপাড়া ঈদগাহ মাঠে রামপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০০ জনের মধ্যে শাড়ি, লুঙ্গি, শার্ট ও পাঞ্জাবী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সাবেক এমপি নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস পত্নী লুনা বলেন, বৃহত্তর সিলেটে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে উঠেছে। আর বর্তমান সরকার পদ্মাসেতুর উৎসব করে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার বরাদ্ধ করে মাত্র ৬০ লক্ষ টাকা। যা জনপ্রতি পড়ে ৬ টাকা। আর পদ্মাসেতু উদ্বোধনে খরচ করে ২০০ কোটি টাকা। কি তামাশায় দেশ চালাচ্ছে বিনা ভোটের সরকার। তিনি বলেন, আজ মানুষ ভোটের অধিকার হারিয়েছে, বাচাঁর অধিকারও নেই। একটি লুটতরাজের দেশে পরিনত করছে সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগন থেকে বিচ্ছিন্ন। এই বন্যায়ও নামমাত্র ত্রাণ বিতরণ করে প্রচারণা করছে। আর বিএনপি নিরবে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তিনি বলেন, বিএনপি জনগনের দল, ক্ষমতায় না থাকলেও আজীবন জনগনের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা যুবদলের সদস্য আফিজ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, সহ-সাংগঠনিক তালুকদার মো. গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসমত আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরণ মিয়া মেম্বার, সদস্য আয়াজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, সদস্য নাজিম উদ্দিন, সাইদুর রহমান রাজু, জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল, সদস্য সচিব ফাহিম আহমদ’সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।