বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন


বিশ্বনাথে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু:  ১১দিনে শনাক্ত ৮০ জন

বিশ্বনাথে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু:  ১১দিনে শনাক্ত ৮০ জন


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট :: ফের করোনার ‘হটস্পট’ হয়ে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত শনাক্ত হচ্ছেন আশঙ্কাজনক হারে।

গত জুন মাসে ৯৯ জন আক্রান্ত শনাক্ত হলেও, জুলাই মাসের ১১ দিনে আক্রান্ত শনাক্ত হলেন ৮০ জন।

আর গেল ২৪ ঘন্টায় শ্বাসকষ্ট, কাশি ও জ্বর-সর্দি’র মতো উপসর্গ নিয়ে অনন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

এদের অনেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে আইসিউতে সংকটাপ্নন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে উপজেলার সত্তিশ গ্রামের একজন, বিশঘর গ্রামের একজন, সৈয়দ মান্দারুকার একজন, রামপাশার একজন, জানাইয়া মশুলা’র একজন, দ্বিপবন্ধবিলপার গ্রামের একজন, সিংগেরকাছ’র একজন, সদুরগাও’র একজন ও নওধার গ্রামের একজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গেল ২৫ ঘন্টায় উপজেলায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৩জনে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ নারী-পুরুষ।

বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন ৮০ আক্রান্ত ব্যক্তি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪শ ৮জন করোনা আক্রান্ত রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বলেন, ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়েছে। পুরো জুন মাসে যতজন আক্রান্ত হয়েছেন, তার চেয়ে এই মাসের এই কয়দিনে ততজন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্যবিধি না মানলে উপজেলায় করোনা সংক্রমণ ভয়ংকর রূপ নিতে পারে এমন আশংকার কথা জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin