বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ২৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব। প্রতিটি মন্ডপ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছে উপজেলা ও থানা প্রশাসন। ২৫ টি মন্ডপের মধ্যে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন হবে ২২টি মন্ডপে ও ব্যক্তিগত উদ্যোগে হবে ৩টি।
সার্বজনীন পূজা উদযাপিত হবে, লামাকাজি দীঘলীতে শিব ও দূর্গা বাড়ি, দিঘলীতে একতা যুব সংঘ, সুরমা বহুমূখী সংঘ দিঘলী, খাজাঞ্চির মদনপুর নোয়ারাইয়ে সুর্যোদয় সনাতন সংঘ, ত্রিনয়নী চন্দ্রগ্রাম, চন্দ্রগ্রাম বৈদ্যপাড়া, অলংকারির কৃর্পাখালী, রামাইরচক, বৈরাগী বাজারের বৃন্দাবন জিউর আশ্রম, দৌলতপুরের চরচন্ডি, সিঙ্গেরকাছ পশ্চিমগাও (১), পশ্চিমগাও (২), বিশ্বনাথ পুরান বাজার, রাধাগবিন্দ নতুন বাজার, শনিমন্দির পুরান বাজার, জানাইয়া, কালিগঞ্জ বাজারের কালিবাড়ি, কালিজুড়ি, রাধাকৃষ্ণ দশঘর, পশ্চিম পাড়া দশঘর, হরিনাম সংঘ বাউসি, দশঘর বাউসি। আর ব্যকিত্গত তিন হলো, ভোগশাইল, দূর্যাকাপন ও দিঘলি (মুর্তিপূজা)।
মন্ডপগুলোতে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলত বক্তব্যে রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আনসার ভিডিবি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমর বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, সহ-সভাপতি রুপক দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমি উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য শংকর চন্দ্র ধর, যুগ্ম-সম্পাদক বিভাংশু গুণ বিভু, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, দশঘর হরিনাম সংঘের সভাপতি নন্দলাল সরকার, সাধারণ সম্পাদক নুকুল বর্ধন, কালীবাড়ী উদয়াপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন দাশ, শনি মন্দিরের সভাপতি কানু রঞ্জন দে, ত্রিনয়নির সাধারণ সম্পাদক শিল্টু বৈদ্য, মিব ও দূর্গা বাড়ির সাধারণ সম্পাদক বিষু দেব প্রমূখ। এসময় সার্বজনীন ২২টি মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগীতা’সহ নানা পরামর্শ দেয়া হয়।
এছাড়াও ২২টি সার্বজনিন পূজা মন্ডপে সরকারি বরাদ্ধকৃত সাড়ে ১১ মেট্রিক টন চাল বিতরনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশ।