বিশ্বনাথ প্রতিনিধি:: জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সাড়ে তিনশ পরিবার।
করোনা লকডাউনের কারণে ঘরবন্ধি কর্মহীন পরিবারে গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সাড়ে তিনশ’র অধিক পরিবারকে তাদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ।
ইউএনও সুমন চন্দ্র দাশ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাছাই করে বিশেষ ব্যবস্থাপনায় ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, উপজেলার যে কারো ব্যক্তিগত ও সঙ্গত কারণে যদি প্রকাশ্যে অন্য কোন ত্রাণ সহায়তা না চেয়ে/পেয়ে থাকেন তবে ‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা চাইতে পারেন। আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিব।
তিনি আরও বলেন, ‘৩৩৩’ এ ফোন করা কোন বিলাসিতা, অসত্য তথ্য প্রদান বা প্রশাসনকে পরীক্ষার করার মত কোন ইস্যু নয়। প্রকৃত উপকারভোগীদেরকেই ফোন করার অনুরোধ জানান তিনি।