বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে প্রায় ৩ হাজার বন্যার্তদের খাদ্য সামগ্রী, রান্না করা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিজে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে দিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার।
শুক্রবার বিকেলে হাবড়া বাজার প্রাইমারী স্কুলে বিশ্বনাথ পৌর ও আশপাশের এলাকার ৫ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন।
এসময় আওর উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এম. খলকু মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সংগঠক সাইদুর রহমান, আব্দুস সালাম লিমন মাছুম আহমদ, জিল্লুর রহমান, জাকের আহমদ প্রমূখ।
এরআগে স্বপন শিকদারের পক্ষ থেকে গত রোববার দৌলতপুর ইউনিয়নের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবড়া বাজার মাদ্রাসা ও মসজিদের আশ্রয় কেন্দ্রে এক হাজার, সোমবার খাজাঞ্চি ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্রে ৫০০, বৃহস্পতিবার বাউসী কাশিমপুরে ৩০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আগামীকাল শনিবার দেওকলস ইউনিয়নের গোদাম ঘাটে ৫০০ পরিবারের মাঝে চাল ও আগামী রোববার খাজাঞ্চি ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করবেন স্বপন শিকদার।