শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন


বিশ্বনাথে ৬০ বছর পর অনুষ্ঠিত হলো রথযাত্রা মহোৎসব

বিশ্বনাথে ৬০ বছর পর অনুষ্ঠিত হলো রথযাত্রা মহোৎসব


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ৬০ বছর পর অনুষ্ঠিত হলো সনাতন ধর্মালম্বিদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। শুক্রবার বিকেলে পৌর শহরের বিশ্বরূপ মডেল মন্দির জানাইয়া থেকে শুরু হয়ে রথযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।

এই রথযাত্রার আয়োজন করে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ বিশ্বনাথ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে মেতে উঠেন হাজারও সনাতন ধর্মলিম্বিরা।

এরআগে, জানাইয়াস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে পূজার্চ্চনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন গীতা গবেষক শ্রীল নিত্যগোপাল গোস্বামী।

জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ বিশ্বনাথের পরিচালক রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভগবত বেত্তা চৈতন্য দাশ গোস্বামী, আইনজীবি কল্যাণ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরী চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠক মতি লাল দাশ, তপন দেব রায়, দীলিপ দেব, রণজিৎ গোস্বামী, অজয় দে, শংকর দেব, পুলক সিংহ, বিভাস দে, রবি পাল, শুভরাজ চন্দ্র। এসময় গীতা পাঠ করেন, শিক্ষার্থী অপূর্বা দেব রায়, স্বেতস্বী রাণী নাথ, বিথী রাণী নাথ, অর্পা দেব, অর্পনা পাল। এদিকে, আগামী ৯ জুলাই দূপুরে উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin