স্টাফ রিপোর্ট:
সিলেটের উন্নয়ন সংস্থা এফ আই ভি ডি সংঘ প্রক্লপের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্পন হয়। রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। দিন ব্যাপী চলে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা। এতে অংশগ্রহন করেন রামপাশা,দৌলতপুর, দেওকলস ইউনিয়নের সংঘ প্রক্লপের ইয়ুথ ক্লাবের প্রায় ২ শতাধিক যুব নারী ও যুব সদস্যরা। বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘ উপজেলা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মিয়াদ আহমেদের সঞ্চলনায়, ও পিয়ার লিডার আহমেদুর রহমানে’র সভাপতিত্বে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম নুনু মিয়া, বিশেষ অতিথি বিশ্বানাথ ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমির আলী ও উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ও সংঘ প্রকল্পের উপজেলা কর্মকর্তা, আবু বকর পারভেজ, সুমন ইসলাম,তন্ময় নাথ তনু, প্রমুখ অনুষ্ঠানে আগত সকল সদস্যদের শান্তনা পুরস্কার গাছের চারা প্রদান করা হয়