স্টাফ রিপোর্ট:
সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মাতা বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার ২৭ (জানুয়ারি) রাত ১২টা ২০ ঘটিকার সময় নিজ বাড়ী দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্ন লিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছেন উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল ১০ঘটিকার সময় জানাজা শেষে কাশিমপুর গ্রামে পারিবারিক গোরস্তানে মরহুমার লাশ দাফন করা হবে।