বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ অপরাহ্ন


বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : একাংশের আনন্দ মিছিল

বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : একাংশের আনন্দ মিছিল


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘদিন থেকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেট জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়। এতে আরও বলা হয়, বিশ্বনাথ উপজেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষে কর্মিসভার তারিখ দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে।

এদিকে, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর উপজেলা ছাত্রলীগের একাংশ তাৎক্ষণিক মিছিল বের করে ও মিষ্টি বিতরণ করে। উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন ও কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মি অংশ নেন। মিছিলটি বাসিয়া সেতু থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাসিয়া সেতুতে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin