সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন


বিশ্বনাথ প্রেসক্লাবের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সভা

বিশ্বনাথ প্রেসক্লাবের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সভা


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় সৌজন্য সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সিনিয়র সহ সভাপতি টুনু তালুকদার, সহ সভাপতি কামাল মুন্না, সাবেক সহ সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক সাধারন সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য শুকরান আহমদ রানা, বদরুল ইসলাম মহসিন, ডেইলি সিলেট সংবাদ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক শফিক আহমদ পিয়ার, সহকারি ব্যবস্থাপনা সম্পাদক শেখ শওকত আলী ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এড. ইসরাফিল আলী, মাসুদ রানা, দৈনিক যায়যায়দিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, নির্বাহী সদস্য এখলাছ আলী, মীর আল মমিন, সোহরাব আহমদ, কবির আহমদ, সদস্য কবির হোসেন, ওমর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার একটি। হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, ভয় দেখানো, লাঠিপেটাসহ নানা ঝুঁকি আছে এই পেশার। কিন্তু ভয়ে গুটিয়ে না থেকে আমরা কাজ করে যাচ্ছি। তথ্য বা সত্য তুলে ধরছি নির্ভয়ে। গণমাধ্যম কর্মীদের ঝুঁকিটা এখানেই। অন্যান্য পেশার মতোই সাংবাদিকতাও একটি পেশা মাত্র। গণমাধ্যম-সাংবাদিক কারও প্রতিপক্ষ নয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin