বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শংকু রানী সরকার ও শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্ধে প্রায় ২সপ্তাহ ধরে অচলাবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলেজে। কলেজ ক্যাম্পাস পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত প্রভাষক শংকু রানীকে কলেজে না আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এমন তথ্য সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন অধ্যক্ষ মানিক মিয়া।
তিনি লিখিত বক্তব্যে জানান, শংকু রানীর অতীত ইতিহাস ও বর্তমান কর্মকান্ড নিয়ে কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শংকু রানী কখনও ভুয়া আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক পরিচয়দানকারী, মানসিক ভারসাম্যহীন ভাবে প্রতিষ্ঠানে চাকুরি করে বিশ্বনাথের শিক্ষব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। গত দু সপ্তাহ থেকে কলেজ ক্যাম্পাসে থম থমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা শংকু রানী সরকারের অপসারণের দাবিতে প্রায় ৭০০ শিক্ষার্থীরা গণস্বাক্ষর করেছে।
উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রন ও শংকু রানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে গত শনিবার দুপুরে কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, তাপসী চক্রবর্তী, এনামুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় শংকু রানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ ও উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা। এর আগে শংকু রানীর অপনারণ চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন।