ফয়ছল আহমদ মুন্না:
বিশ্বায়নের এই যুগে বিদেশি ভাষা শেখার চাহিদা দিন দিন বাড়ছে। দেশে দক্ষ জনশক্তি গড়তে ল্যাংগুয়েজ বিশ্ববিদ্যালয়ের ভুমিকা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ফরাসি ভাষা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ মোঃ আতাউর রহমান। তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রফেশনালস বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। তাছাড়াও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ও সেনাবাহিনী সদর দপ্তরেও ফরাসি ভাষার প্রশিক্ষক এবং পরীক্ষক হিসেবে কাজ করেছেন। জনপ্রিয় এই শিক্ষক দীর্ঘদিন জাতিসংঘেও কাজ করেছেন এবং দেশের প্রথম ও জনপ্রিয় ফরাসি ভাষা শেখা বইয়ের লেখক। মোঃ আতাউর রহমান সিলেটের বিয়ানীবাজারের কৃতিসন্তান।
চতুর্থ শিল্প বিপ্লবের এই যুুগে বিদেশি ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে অভিমত জানতে চাইলে শিক্ষাবিদ মোঃ আতাউর রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার প্রায়োগিক জ্ঞান হচ্ছে একটি বিশেষ দক্ষতা। আর জ্ঞান ও দক্ষতার সমন্বয়েই আসে সফলতা। বিদেশি ভাষা শেখা শিক্ষার্থীদের চিন্তন-প্রক্রিয়া, দক্ষতা এবং ব্যক্তিত্বকে প্রসারিত করতে পারে এবং পেশাজীবিরা নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে বিশ্বমানের করতে পারেন। নিজেকে সমৃদ্ধ, দক্ষ ও যোগ্য করতে বিদেশি ভাষার দক্ষতা অপরিহার্য। ভাষাগত দক্ষতা ও আবেগীয় বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ ক্ষমতা চাকুরি ও ব্যবসা উভয়ক্ষেত্রেই বিশেষ ভূমিকা রাখে।
একজন ভাষা বিশেষজ্ঞ হিসেবে আপনিই প্রথম দেশে একটি ল্যাংগুয়েজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে এর গুরুত্ব তুলে ধরেন শিক্ষাবিদ মোঃ আতাউর রহমান। তিনি বলেন, দেশে ল্যাংগুয়েজ বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবী। আমি বিশ্বের প্রায় ২৮টি দেশে ভ্রমণ করেছি এবং দেখেছি ভাষাগত দক্ষতার অভাবে আমাদের প্রবাসী ভাইদের পিছিয়ে পড়ার কষ্ট। দীর্ঘদিন ধরে আমি ফরাসি ভাষার শিক্ষকতা করছি। ফরাসি ভাষার শিক্ষক হিসেবে আমার শিক্ষকতা জীবনে দেখেছি, ভাষাগত দক্ষতা ছাড়া ব্যক্তিগত সফলতা যেমন পাওয়া যায় না, তেমনি পাওয়া যায় না পেশাগত দক্ষতা ও সামাজিক-অর্থনৈতিক সম্মান। আমাদের জনসংখ্যাকে যদি আমরা দক্ষ জনসম্পদে রূপান্তর করতে চাই তাহলে বিদেশি ভাষার দক্ষতা অর্জনের বিকল্প নেই। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কঙ্গোতে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আফ্রিকার অনেকগুলো দেশ ভ্রমণ করে দেখেছি সেখানে রয়েছে চাকুরি-ব্যবসা-বিনিয়োগের এক বিশাল সম্ভাবনা। শুধুমাত্র ভাষাগত দক্ষতার অভাবে আমরা এইসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না। তাই বিশ্বায়নের এই প্রতিযোগিতার বিশ্বে আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই বিদেশি ভাষা শিখতে অনুপ্রাণিত করতে হবে। আমাদের বিশাল জনশক্তির যে সম্ভাবনা রয়েছে তার বেশিরভাগই বিদেশ নির্ভর এবং ভাষা-সংস্কৃতি দক্ষতার অভাবে তাদের কষ্টের গল্প আমাদের সবারই জানা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী ভাইদের। বিদেশগামী বিশাল এই জনগোষ্টিকে যদি আমরা সঠিকভাবে বিদেশি ভাষা-সংস্কৃতির প্রায়োগিক জ্ঞান দিতে পারি, তাহলে এটি তার ব্যক্তিজীবনে যেমন সফলতা বয়ে আনবে, তেমনিভাবে বয়ে আনবে রাষ্ট্রীয় সম্মান-সমৃদ্ধি।
তিনি বলেন, একটি দ্বিতীয় ভাষা শেখা হচ্ছে দ্বিতীয় জীবন উপভোগ করা। বিদেশে নিজেকে টিকিয়ে রাখতে চাইলে ঐ দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। আমি দেখেছি ফ্রান্স সহ পৃথিবীর অন্যান্য ফরাসি-ভাষী দেশে এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। নিজের সম্মানজনক জীবন ও জীবিকার জন্য এই দক্ষতার কোন বিকল্প নেই। দেশে অথবা বিদেশে উভয়ক্ষেত্রে ভাষাগত দক্ষতা চাকুরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের শিক্ষার্থীরা কোন কোন বিদেশি ভাষা শিখছে এবং কেন শিখছে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে প্রচুর শিক্ষার্থী ফরাসিসহ অন্যান্য বিদেশি ভাষা শিখছে। তা ছাড়াও সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও বিদেশি ভাষা শেখানো হচ্ছে যেমন: ফরাসি, চাইনিজ, ইতালিয়ান, স্প্যনিস, জাপানীজ, রাশিয়ান, আরবি, জার্মানি, পর্তুগীজ, ফার্সী ইত্যাদি। বিদেশে উচ্চ শিক্ষা, চাকরি প্রাপ্তি, কানাডার নাগরিকত্ব অর্জন, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা, অনুবাদক ও দোভাষী হিসেবে কাজ করা, বিভিন্ন এয়ার লাইন্স এ কাজ করতে, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিদেশি ভাষার জ্ঞান আবশ্যক। আমরা এমন একটি প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করছি যেখানে একাধিক বিদেশি ভাষা জানা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সক্ষমতা, সুযোগ ও অভিভাবকের আগ্রহ বিবেচ্য। সাধারণত মাধ্যমিক পরীক্ষার পরপরই বিদেশি ভাষা শেখা শুরু করা উচিত। তবে শহরের অনেক স্কুলে প্রাথমিক স্তর থেকেই বিদেশি ভাষা শেখানো হয়। কিন্তু শহরের বাহিরে যারা অবস্থান করছে তাদের ক্ষেত্রে হয়তো এ সুযোগটা তেমন নেই।
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে। এছাড়া বৃটিশ কাউন্সিল, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইন্সটিটিউট, রাশিয়ান কালচারাল সেন্টার, ইরানিয়ান কালচারাল সেন্টারেও বিদেশি ভাষা শেখানো হয়। বর্তমানে কোভিট-১৯ পরিস্থিতিতে অনলাইনেও বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শেখাচ্ছে। প্রযুক্তির এই যুগে ভাষা শেখা অনেক সহজ হয়ে উঠেছে।
বিদেশি ভাষা শিক্ষার্থীদের প্রতি পরামর্শমূলক কিছু কথা তুলে ধরেন। এ শিক্ষাবিদ বলেন, বিদেশি ভাষা শেখার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন নেই। প্রথমেই নিজের উদ্দেশ্য ও লক্ষ্যকে স্থির করতে হবে। ইচ্ছাকে শক্তিশালী করতে হবে। ভাষার চারটি দক্ষতাই নিয়মিত প্রতিদিন চর্চা করতে হবে। বলার দক্ষতা বাড়াতে হলে বেশি বেশি বিদেশি ভাষা শুনতে হবে এবং বলতে হবে। এ ক্ষেত্রে একজন ভাল শিক্ষক ও শিক্ষা উপকরণ বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে নিজের প্রচণ্ড আগ্রহ এবং নিয়মিত চর্চা শিক্ষার্থীদের সহজেই লক্ষ্যে পৌঁছে দিবে।
তাঁর লেখা দেশের প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ফরাসি ভাষা শেখার বইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ফরাসি ভাষাকে বাংলাদেশে ও বাংলা ভাষী শিক্ষার্থীদের নিকট অত্যন্ত সহজ ও চমৎকারভাবে এই বইয়ের মাধ্যমে উপস্থাপন করেছি। আর সে জন্য বাংলাদেশ, ভারত, কানাডা ও ফ্রান্সের বাংলাভাষীদের নিকট এবং জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ফরাসি শেখার একমাত্র নির্ভরযোগ্য বই হচ্ছে এটি। সর্বস্তরের শিক্ষার্থীরা প্রয়োজন মেটাতে সক্ষম বইটি। বইটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজে নিজেই ফরাসি ভাষা শিখতে পারবে।
তিনি আরও বলেন, আমরা যত বেশি বিদেশি ভাষা শিখব তত সহজে আমাদের মাতৃভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করতে পারবো।
চীন, ভারত ও অন্যান্য দেশেও ল্যাংগুয়েজ বিশ্ববিদ্যালয় আছে। তাই একজন ভাষা শিক্ষক হিসেবে আমি মনে করি, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও একটি ল্যাংগুয়েজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। বিশ্বায়নের এই বিশ্বে, বিদেশি শিক্ষার্থী ও গবেষকরা আমাদের দেশে বাংলাভাষা ও সংস্কৃতি বিষয়ে জানতে ও গবেষণা করতে আসবে এবং পরবর্তীতে তারাই আমাদের প্রিয় মাতৃভাষার প্রচার-প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে। আমি এমন একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, যেটি গতানুগতিক বিশ্ববিদ্যালয়ের মতো না হয়ে প্রকৃতপক্ষেই সবার জন্য উন্মুক্ত থাকবে । যার একমাত্র উদ্দেশ্য থাকবে ভাষাগত দক্ষতা প্রদানের মাধ্যমে দেশে একটি সত্যিকারের দক্ষ জনশক্তি তৈরি করা এবং এই দক্ষ জনশক্তি ভাষাগত দক্ষতা নিয়ে বিশ্বের যে কোনো দেশে সম্মানজনক চাকুরি করে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। একজন শিক্ষার্থীকে তার সত্যিকারের প্রয়োজন অনুযায়ীই তাকে দক্ষ করে তুলতে হবে। বিদেশি ভাষা শেখার জন্য সেখানে সর্বস্তরের জনগনের ভর্তি নিশ্চিত করা হবে। এখানে ভাষার উচ্চতর অধ্যয়ন ছাড়াও শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী বিশ্বের যে কোনো ভাষার প্রায়গিক দক্ষতা শেখার সুযোগ পাবে। এখানে যে কোনো পেশার, বয়সের, যোগ্যতার মানুষ যে কোনো বিদেশি ভাষা শেখার জন্য ভর্তি হতে পারবে। এটি হবে বিশ্বের বিভিন্ন দেশের ভাষা-সংস্কৃতির এক প্রকৃত মিলনমেলা। দেশে বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ জনশক্তি গড়তে এই ধরনের বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করবে।
আমাদের প্রাণের মাতৃভাষাকে জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষা হিসেবে আমরা সবাই দেখতে চাই। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি কী ধরণের ভূমিকা রাখতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর প্রতিটি জাতির নিকট প্রাণপ্রিয় হচ্ছে তাদের নিজ নিজ মাতৃভাষা। আমরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি। আমাদের ভাষা শহীদদের স্মরণে টঘঊঝঈঙ ১৯৯৯ সালে, ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল এবং বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহন করতে বাংলাদেশের জাতীয় সংসদে ২০০৯ সালে একটি প্রস্তাব পাশ হয়েছিল এবং পশ্চিমবঙ্গের বিধান সভায়ও সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহিত হয়।
বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করছে। তাই আমাদের প্রাণের দাবি বাংলাভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। জাতিসংঘ গঠনকালে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রদের ৪টি ভাষা- ইংরেজি, চায়নিজ, ফরাসি ও রুশ দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরে যুক্ত হয় স্প্যানিস ও আরবি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বিবেচিত হতে হলে জনসংখ্যাই প্রধান বিবেচ্য নয়। কারণ রুশ ভাষার চেয়ে পর্তুগিজ ভাষাভাষীর সংখ্যা বেশি হওয়া সত্বেও পতুর্গিজ ভাষা স্থান পায়নি। ল্যংগুয়েজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এখানে বিদেশিরা বাংলা ভাষার উপর গবেষণা ও উচ্চশিক্ষা গ্রহন করতে আসবে। দীর্ঘদিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছি এবং দেখেছি কীভাবে মাতৃভাষার সম্মান একটি দেশের সম্মানকে আরো বেশি উচ্চতায় নিয়ে যেতে পারে।
প্রবাসী অধ্যুষিত সিলেট জেলার শিক্ষার্থীদের ও বিদেশি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, সিলেট জেলার বিশাল প্রবাসী জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। নতুন প্রজন্মরে যারা বিদেশে যাচ্ছেন তাদের প্রথমেই ভাষাগত দক্ষতা নিশ্চিত করতে হবে; উচ্চশিক্ষা, চাকুরি, অভিবাসন, ব্যবসা, ভ্রমন যেকোনো উদ্দেশ্যই হোক না কেন। দেশের প্রথম বেসরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় সিলেটে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে থেকে হাতে কলমে দক্ষতা অর্জন করতে পারবেন বিদেশে চাকুরি প্রত্যাশিরা।