শুভ প্রতিদিন ডেস্ক :
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৮ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২৪৮ জন। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২২ হাজার মানুষ।
মার্কিন করোনা জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ৮৪ হাজার ৫০ জন, স্পেনে সেরে উঠেছে ৮৫ হাজার ৯১৫ জন, ইতালিতে ৫৪ হাজার ৫৪৩ জন, ফ্রান্সে ৪০ হাজার ৬৫৭ জন, জার্মানীতে ১ লাখ ৩ হাজার ৩শ’ এবং চীনে ৭৭ হাজার ২০৭, ইরানে ৬৩ হাজার ১১৩।
কম আক্রান্ত দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ১৯ হাজার ৯০০ জন, তুরস্কে ১৬ হাজার ৪৭৭, কানাডায় ১৩ হাজার ৯৮৬, অস্ট্রিয়ায় ১১ হাজার ৩২৮, বেলজিয়ামে ৯ হাজার ৪৩৩ এবং মালয়েশিয়ায় তিন হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।