সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন


বিয়ানীবাজারের ওসি হিল্লোল, তদন্ত মেহেদী ও এস আই নিয়াজ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত

বিয়ানীবাজারের ওসি হিল্লোল, তদন্ত মেহেদী ও এস আই নিয়াজ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জেলার শ্রেষ্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বিয়ানীবাজার-জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেনও শ্রেষ্টত্ব অর্জন করেছেন।
গত মাসে জেলার মধ্যে বিয়ানীবাজার থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্টত্ব অর্জন করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, শ্রেষ্টত্বের এ অর্জন সমগ্র বিয়ানীবাজারবাসীর। সবার সহযোগীতায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

এদিকে বিয়ানীবাজার থানার এস আই নিয়াজ মোর্শেদ আবীর জেলার ২য় শ্রেষ্ট অফিসারের পুরস্কার লাভ করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin