স্টাফ রিপোর্ট:
বিয়ানীবাজার পৌরসভার আসন্ন নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে আচরণবিধি নিয়ে মত-বিনিময় করবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
আগামী ২৯ মে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে পৌর নির্বাচনে সকল প্রতিদ্বন্ধি প্রার্থীগণকে নিয়ে মতবিনিময় সভা করবেন তিনি। ওই সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে কঠোর বার্তা দেয়া হবে বলে জানা গেছে। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
এতে প্রতিদ্বন্ধি মেয়র-কাউন্সিলার প্রার্থী এবং সংশিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন।