সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন


বিয়ানীবাজারে কীটনাশক খেয়ে তরুণীর আত্মহত্যা

বিয়ানীবাজারে কীটনাশক খেয়ে তরুণীর আত্মহত্যা


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় এক কিশোরী কীটনাশকপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশের মুরতহাল সম্পন্ন করছে। নিহত কিশোরী জুলেখা বেগম (১৬) গজুকাটা গ্রামের ইউনুছ আলী মুছআলা মিয়ার ষোড়শী কন্যা।

তবে কি কারণে কিশোরী আত্মহনন করেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি বলেন, এক কিশোরী বিষপানে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তদন্ত করার পর জানা যাবে। আপাতত কিশোরীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin