বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন


বিয়ানীবাজারে কে হচ্ছেন পৌর পিতা?

বিয়ানীবাজারে কে হচ্ছেন পৌর পিতা?


শেয়ার বোতাম এখানে

মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার:

আগামী ১৫ই জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে বিজয়ের লক্ষে রাত দিন ব্যস্ততায় দিন কাটছে প্রার্থীদের সকাল থেকে সন্ধ্যা বসে নেই কেউ চলছে ভোটযুদ্ধের জোর প্রচারণা।

পৌর এলাকার ভোটের আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগামী ১৫ জুনের নির্বাচনে কে হচ্ছেন পৌরপিতা, তা এখনই কেউ বলতে পারছেনা। ভোটের কঠিন সমীকরণে ঘুরপাক খাচ্ছেন বিয়ানীবাজার পৌরবাসী।কে এগিয়ে-কে প্রতিদ্বন্ধিতায় তা বলাবাহুল্য । তবে পৌরসভার আসন্ন নির্বাচনে চতুর্মুখি প্রতিদ্বন্ধিতা হবে, এমনটা সাহস করে ভোটারদের বলতে শোনা যাচ্ছে।

এদিকে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১০ জন প্রার্থী। ২-১জন ছাড়া বাকী সকল প্রার্থী আর্থিকভাবে বেশ স্বচ্ছল, একাধিক প্রার্থী আবার কোটিপতি। দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক-সমাজিকভাবেও তারা প্রভাবশালী। এবারের পৌর নির্বাচনকে প্রার্থীদের অনেকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। মেয়র’র চেয়ার পেতে প্রয়োজনে কাঁড়ি-কাঁড়ি টাকা বিলানো হবে-এমন কথাও চলছে ভোটের মাঠে। যে কোন মূল্যে এই চেয়ার তাদের প্রয়োজন।

ইতিমধ্যে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে সম্প্রতি ‘গ্যারান্টি’ দিয়ে গেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এমন ঘোষণায় ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্দীপনা যোগ করেছে। প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন, ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। কে জিতবেন, কে হারবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শহরের বিপনী বিতান, দোকানপাট ও সড়কে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মোট ভোটার ২৭ হাজারের কিছু উপরে। ১৫ জুন হবে ভোট গ্রহণ। মেয়র পদে প্রার্থী ১০ জন। এর মধ্যে সদ্য সাবেক মেয়র মো. আব্দুস শুকুর এবারও নৌকা প্রতীক পেয়েছেন। রাজনৈতিক দল মনোনীত আরো দুইজন হলেন জাতীয় পার্টির সুনাম উদ্দিন ও কমিউনিষ্ট পার্টির এডভোকেট আবুল কাশেম। তবে জাতীয় পার্টির প্রার্থী প্রচারণা ও ভোটের জরিপে অনেক পিছিয়ে।

অপর সাত প্রার্থীর সবাই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে দু’জন আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত। ভোটের বাকী আর মাত্র হাতে গোনা কয়েকদিন। প্রচারণার এই সময়ে প্রার্থীরা দম ফেরার ফুরসত নেই। ভোর থেকে গভীর রাত অবধি তাদের বিরামহীন ছুটেচলা ভোটারদের নজর কাঁড়ছে। বৃষ্টি উপেক্ষা করে বাড়ি-বাড়ি ভোট চাওয়া বেশ উপভোগ করছেন পৌরবাসী। দুপুর থেকে রাত অবধি চলছে নির্বাচনী সভা-মাইকযোগে প্রচারণা।

বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বলেন, আওয়ামীলীগের প্রার্থীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন তাতে বিজয় নৌকার হবেই। তাছাড়া সরকার ও পৌরসভার উন্নয়নকে মানুষ অগ্রাধিকার দিচ্ছে। দলের সবাইকে পাশে পাচ্ছেন বলে জানিয়ে মেয়র প্রার্থী মো. আব্দুস শুকুর বলছেন, গত পাঁচ বছরে পৌরসভাকে ঢেলে সাজানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ভাঙাচোরা সড়কগুলো পাকা করা হয়েছে। অতিদরিদ্র পৌর বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি অনুদানের ভাতা কার্ড প্রদান করা হয়েছে। এসব কারণে এবারও নৌকার পক্ষে বিপুল ভোট পড়ার আশা করছেন তিনি।

সম্ভাবনার দৌড়ে কম এগিয়ে নন স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন, চামচ প্রতীকের প্রার্থী ফারুকুল হক, মোবাইল মার্কার প্রার্থী আব্দুছ ছবুর, হ্যাঙ্গার মার্কার প্রার্থী আব্দুস সামাদ আজাদ, হেলমেট প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু ও কম্পিউটার মার্কার প্রার্থী আহবাব হোসেন সাজু। প্রত্যেক প্রার্থীর একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। তাছাড়া ব্যক্তি ইমেজ, আঞ্চলিকতা, সামাজিক প্রভাব এসবও ভোটের মাঠের ফ্যাক্টর।

সাধারণ ভোটারদের তথ্যমতে, এখনো পর্যন্ত নির্বাচনী মাঠে ৪ জন মেয়র প্রার্থীকে নিয়ে চুলছেরা বিশ্লেষন চলছে। ভোটের মাঠে ওই চারজনের মধ্য থেকে যে কেউ জিততে পারেন।

পৌর এলাকা ঘুরে দেখা গেছে, মেয়র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছেন তারা। ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পৌর শহরের ভোটার কয়েকজন জানান, ভোটের পরিবেশ ভালো থাকলে মানুষ তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত গত নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনী পরিবেশ ভালো। প্রার্থীরা নির্ভয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারছেন।সম্প্রতি নির্বাচন কমিশণার মো. আনিছুর রহমানের উপস্থিতিতে একাধিক প্রার্থী কালো টাকার বিষয়টি উপস্থাপন করেছেন। প্রবাসী প্রার্থীরা ভোটে সুবিধা নিতে কালো টাকা ছড়িয়ে দিবেন এমন অভিযোগও করা হয়েছে। প্রার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনার কঠোর বার্তা দিয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রিটার্ণিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, টাকা বিলির খবর পেলে নির্বাচন সংশ্লিষ্টদের অবহিত করতে হবে। আর অভিযোগের সত্যতা পেলে কোন ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে প্রার্থীতা বাতিল করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin