মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন


বিয়ানীবাজারে চারখাই মসজিদের উন্নয়ন কাজে সরওয়ার হোসেনের অনুদান

বিয়ানীবাজারে চারখাই মসজিদের উন্নয়ন কাজে সরওয়ার হোসেনের অনুদান


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক:

বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে কামারগ্রাম বায়তুসসালাম জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নৌকার কান্ডারি, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

এসময় তিনি মাসজিদের উন্নয়ন কাজের অগ্রগতি দেখে ব্যক্তিগত পক্ষ থেকে একলক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

তিনি আরো বলেন যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকার চেষ্টা করব। বিগত দিনে ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার রাস্তা, মসজিদ সহ বিভিন্ন উন্নয়নে নিজ তহবিল থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার আওয়ামী লীগের সদস্য রনি, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাহের চৌধুরী, মসজিদ কমিটির বেলাল আহমদ সহ এলাকার মুরব্বিগণ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin